Coronavirus

আর স্বস্তিতে নেই ত্রিপুরা, রাজ্যেই আক্রান্ত মহিলা

গোমতী জেলার উদয়পুরের বাসিন্দা এক মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৩:৫০
Share:

ছবি: পিটিআই।

স্বস্তিতে আর থাকল না ত্রিপুরা। করোনা-আক্রান্ত প্রথম আট ত্রিপুরাবাসী রাজ্যের বাইরে আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল সাংবাদিক বৈঠকে প্রশাসনিক কর্তারা খানিকটা স্বস্তিতেই ছিলেন, রাজ্যে তাঁরা নেই। কেউ রাজস্থানে, কেউ দিল্লিতে কেউ বা উত্তরপ্রদেশে চিকিৎসাধীন! কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই খবর এল গোমতী জেলার উদয়পুরের বাসিন্দা এক মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তড়িঘড়ি তাঁকে আগরতলার জিবি হাসপাতালের ফাঁকা আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

Advertisement

স্টেট সার্ভিল্যান্স অফিসার ডি কে দেববর্মা জানান, মহিলা গুয়াহাটি থেকে গত ১৮ মার্চ আগরতলায় আসেন। অসুস্থ বোধ করায় স্থানীয় চিকিৎসকদের দেখান। ৫ তারিখ আগরতলার একটি বেসরকারি হাসপাতালে গেলে তাঁকে জিবি হাসপাতালে পাঠানো হয়। জিবি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে আইসোলেশনে স্থানান্তরিত করেন। গত কাল তাঁর প্রথম রিপোর্ট পজ়িটিভ আসার পর আজ দ্বিতীয় রিপোর্টেও পজ়িটিভ এসেছে।

গত রাতেই ওই মহিলার সংস্পর্শে থাকা ২৯ জনকে কোয়রান্টিনে রাখা হয়েছে। গোমতীর জেলাশাসক জানান, মহিলার বাড়ির এক কিলোমিটার এলাকা স্যানিটাইজ় করা হয়েছে। এলাকার সব দোকান-বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ গুয়াহাটি থেকে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে আগরতলায় এসেছিলেন ওই মহিলা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ট্রেনের এস-৪ এবং এস-৫ বগিতে যাঁরা সফর করেছিলেন তাঁদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement