Coronavirus

‘সাম্প্রদায়িক ভাইরাস’ ছড়াচ্ছে বিজেপি, তোপ কংগ্রেসের, ‘সস্তার রাজনীতি’ বলছে বিজেপি

৩ মে লকডাউন উঠে গেলে কী ভাবে পরিস্থিতি সামলানো হবে তা নিয় সরকারের কাছে স্পষ্ট দিশা নেই বলেও অভিযোগ করেছেন সনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৯:৫৩
Share:

সনিয়া গাঁধী। ফাইল চিত্র।

করোনার সঙ্কটের মধ্যেও ‘সাম্প্রদায়িকতার ভাইরাস’ ছড়াচ্ছে বিজেপি। বৃহস্পতিবার দেশের শাসক দলকে এ ভাবেই আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভানেত্রী সনিয়া গাঁধী।

Advertisement

করোনা মোকাবিলায় দলের কী ভূমিকা হওয়া উচিত তা নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সনিয়া। সেখানেই করোনা প্রসঙ্গ তুলে বিজেপিকে এক হাত নেন তিনি। সনিয়া বলেন, “যখন করোনা নিয়ে সকলে একজোট হয়ে লড়াই করা উচিত, সেখানে বিজেপি সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। যা সমাজ ও দেশের পক্ষে ভয়ঙ্কর। প্রত্যেক ভারতবাসীর এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।” পাশাপাশি তিনি আরও বলেন, “বিজেপি সমাজের ঐক্য নষ্ট করছে। কিন্তু সমাজের সেই ক্ষতি পূরণের চেষ্টা করছে আমাদের দল।”

দেশে করোনার সংক্রমণ নিয়ে সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন সনিয়া। সেই সঙ্গে লকডাউন নিয়েও আক্রমণ শানিয়েছেন তিনি। সনিয়ার অভিযোগ, করোনার মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, গ্রামীণ এবং মফসসলে এই সমস্যা দূর করার জন্য বেশ কয়কেটি প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তাতে খুব একটা আমল দেওয়া হয়নি বলে এ দিন অসন্তোষ প্রকাশ করেছেন সনিয়া।

Advertisement

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৫৮, রোগমুক্ত ২৪

আরও পড়ুন: ভুলে যাচ্ছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী: ধনখড়কে বেনজির কড়া চিঠি মমতার

লকডাউনে কৃষক, পরিযায়ী শ্রমিকদের সমস্যার প্রসঙ্গও তুলে ধরেন সনিয়া। তিনি বলেন, “কৃষক, খেতমজুর, পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিকরা খুব দুর্দশার মধ্যে রয়েছেন। ব্যাবসা, বাণিজ্য, শিল্প সব কিছু থমকে গিয়েছে। কয়েক কোটি মানুষের জীবন আজ বিপন্ন।”

৩ মে লকডাউন উঠে গেলে কী ভাবে পরিস্থিতি সামলানো হবে তা নিয় সরকারের কাছে স্পষ্ট দিশা নেই বলেও অভিযোগ করেছেন সনিয়া। দেশে করোনার টেস্ট নিয়েও সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, পরীক্ষা কম হচ্ছে। টেস্ট কিট নিম্নমানের। পর্যাপ্ত সংখ্যায় টেস্ট কিট সরবরাহ করা হচ্ছে না। শুধু তাই নয়, যাঁরা করোনার মোকাবিলা করছেন তাঁদের সুরক্ষার বর্মও নিম্নমানের।

এই সঙ্কটময় মুহূর্তে কংগ্রেস সস্তার রাজনীতি করছে বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, “আমরা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছি না। আমরা একজোট হয়ে করোনার মোকাবিলা করছি। কংগ্রেসের কাছে অনুরোধ তারা যেন সস্তার রাজনীতি না করেন।”

য়েও সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, পরীক্ষা কম হচ্ছে। টেস্ট কিট নিম্নমানের। পর্যাপ্ত সংখ্যায় টেস্ট কিট সরবরাহ করা হচ্ছে না। শুধু তাই নয়, যাঁরা করোনার মোকাবিলা করছেন তাঁদের সুরক্ষার বর্মও নিম্নমানের।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement