Madhya Pradesh

করোনা আতঙ্ক? মধ্যপ্রদেশে এ বার সাফাইকর্মীদের উপর হামলা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাজ্যের দেওয়াস জেলার কয়লা মহল্লাতে সাফাইয়ের কাজ করছিলেন এক দল কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৫:২৬
Share:

সাফাইকর্মীদের মারধরের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই করোনার স্ক্রিনিং টেস্ট করাতে গিয়ে ইনওদরে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। এ বার হামলা চালানো হল সাফাইকর্মীদের উপর। এ বারও সেই মধ্যপ্রদেশেই। করোনা-আতঙ্কের কারণেই এই হামলা বলে পুলিশের অনুমান।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাজ্যের দেওয়াস জেলার কয়লা মহল্লাতে সাফাইয়ের কাজ করছিলেন এক দল কর্মী। হঠাত্ই তাঁদের উপর লাঠি, অস্ত্র নিয়ে চড়াও হয় এক দল লোক। সাফাইকর্মীদের ঘিরে ধরে ব্যাপক মারধর করতে শুরু করে তারা। এক সাফাইকর্মীকে টানতে টানতে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় সাফাইকর্মীদের মধ্যে বেশ কয়েক জন আহত হয়েছেন। ধারাল অস্ত্র দিয়ে এক সাফাইকর্মীর হাতে আঘাত করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

পুলিশ আধিকারিক সজ্জন সিংহ জানিয়েছেন, ওই দিন সকালে এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন দীপক ও তাঁর সহকর্মীরা। সে সময় আদিল নামে এক ব্যক্তি এবং আরও কয়েক জন তাঁদের ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে আদিল। আটকাতে গেলে গুরুতর জখম হন দীপক। সজ্জন আরও জানিয়েছেন, আদিলকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বিশ্বে করোনা মোকাবিলায় ভারতের সহযোগিতাকে কুর্নিশ জানাল রাষ্ট্রপুঞ্জ

আরও পড়ুন: করোনার হানা এ বার নৌবাহিনীতেও, কোয়রান্টিনে নৌঘাঁটির একাংশ

মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৩০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ করছে রাজ্য সরকার। সে রকমই গত ২ এপ্রিল ইনদওরের এক এলাকায় করোনা সংক্রমণের খবর পেয়ে স্ক্রিনিং টেস্ট করাতে গিয়েছিলেন চিকিত্সক-সহ স্বাস্থ্যকর্মীদের একটি দল। তখন তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। তাতে দুই মহিলা চিকিত্সক আহত হন। এর আগে ভোপালেও স্বাস্থ্য আধিকাকারিকদের গায়ে থুতু ছেটানো, পুলিশের উপর হামলা চালানোর মতো ঘটনা ঘটে। এ বার সেই তালিকার নতুন সংযোজন সাফাইকর্মীদের উপর হামলা।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement