Covid 19

Covid 19: ফের দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ল দেশে, তবে সামান্য কমেছে দৈনিক আক্রান্ত

দৈনিক সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে কেরল। দেশের মোট দৈনিক আক্রান্তের অর্ধেকের বেশি এই রাজ্য থেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১১:২৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সামান্য কমল দেশে করোনার দৈনিক সংক্রমণ। তবে মৃত্যুর সংখ্যা শনিবারের তুলনায় এক লাফে অনেকটাই বেড়েছে রবিবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫২৬ জনের।

Advertisement

তবে সুস্থতার হার মার্চের পর সবচেয়ে বেশি হয়েছে গত ২৪ ঘণ্টায়। রবিবার সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২ হাজার ৪৩২ জন। সক্রিয় রোগীর সংখ্যাও আগের দিনের তুলনায় সামান্য কমেছে।

দৈনিক সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে কেরল। দেশের মোট দৈনিক আক্রান্তের অর্ধেকের বেশি এই রাজ্য থেকেই। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু। উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। ফলে সংক্রমণের ছবি কোন দিকে ঘুরতে পারে তা নিয়েও একটা আশঙ্কা রয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বার বারই এই উৎসবের মরসুম নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

Advertisement

সংক্রমণ ঠেকাতে জোর কদমে চলছে টিকাকরণও। রাজ্যগুলিকে টিকাকরণের গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে গিয়েছে। সে দিকটার কথা মাথায় রেখেই রাজ্যগুলি সতর্ক পদক্ষেপ করছে। গত ২৪ ঘণ্টায় ২৮ লক্ষ ৪০ হাজার ১৭৪ জনের টিকাকরণ হয়েছে। ইতিমধ্যেই ১০৮ কোটির বেশই দেশবাসীর টিকাকরণ হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement