Coronavirus in India

দিল্লিতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ হল আক্রান্তের সংখ্যা! পৌঁছল হাজারে, সংক্রমণের হার ২৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানীতে ৯৮০টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সোমবার দিল্লিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪৮৪। বেড়েছে সংক্রমণের হারও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২২:৫৩
Share:

দিল্লিতে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফাইল চিত্র।

করোনার চোখরাঙানি ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানীতে ৯৮০টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে, এ নিয়ে গত দু’সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার পেরিয়ে গেল। গত ১২ দিনে দিল্লিতে মৃত্যু হয়েছে ১৫ জন কোভিড আক্রান্তের!

Advertisement

দিল্লিতে সংক্রমণের হার বেড়ে মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৮ শতাংশে। সোমবার দিল্লিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৪৮৪। সংক্রমণের হার ২৮.৫৮ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে হল প্রায় দ্বিগুণ! মঙ্গলবার দিল্লিতে সংক্রমণের হার গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ (যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজ়িটিভ তাকেই পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়)।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত দু’সপ্তাহে দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ গুণ! নতুন আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এমনটাই জানিয়েছে দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement