Covid

Covid: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আড়াই হাজার

দৈনিক সংক্রমণ যেমন কমে আড়াই হাজারের ঘরে ঠেকেছে, পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও এক ধাক্কায় কমে হয়েছে ৬০। গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৭৯৯।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১০:৫৫
Share:

ফাইল চিত্র।

দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’হাজার ৫৩৯ জন। আরও কমেছে দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেট। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার ০.৩৫ শতাংশ। উল্লখযোগ্য এই যে, মার্চের শুরু থেকেই দৈনিক সংক্রমণের হার টানা ১৬ দিন ১ শতাংশের নীচে।

দৈনিক সংক্রমণ যেমন কমে আড়াই হাজারের ঘরে ঠেকেছে, পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও এক ধাক্কায় কমে হয়েছে ৬০। গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৭৯৯।

Advertisement

অন্য দিকে, বুধবারের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। বুধবার সেখানে এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৮৪। দৈনিক সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জন নতুন আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরই রয়েছে মিজোরাম (২৩৯), মহারাষ্ট্র (২৩৭), কর্নাটক (১৪৫), দিল্লি (১৪৪)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement