প্রতীকী ছবি।
এক দিনে কোভিড-১৯ সংক্রমণ সামান্য কমল দিল্লিতে। বুধবার দেশের রাজধানীতে নতুন আক্রান্তের সংখ্যা ১,৩৫৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার নতুন করে ১,৪১৪ জন করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন।
বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ৭.৬৪ শতাংশ। প্রসঙ্গত, প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারির পর ১৭ এপ্রিল ফের রাজধানীতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছিল। তার পর থেকে তা ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে শুরু করে। প্রসঙ্গত, দিল্লিতে এ পর্যন্ত মোট ১৮ লক্ষ ৮৮ হাজার ৮০৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৭৭ জনের।