ফাইল চিত্র।
শিলান্যাসের এক মাস পর নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হল শুক্রবার। গত ১০ ডিসেম্বর সংসদ ভবনের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্বপ্নের প্রকল্প এটি।
সূত্রের খবর, নতুন এই ভবনটি নির্মাণকাজ ২০২২-এ দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই বছরের বাদল অধিবেশন নতুন সংসদ ভবনে করার পরিকল্পনাও করছে সরকার।
নতুন সংসদ ভবনের নির্মাণকাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। মোদীর স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্টা’ প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল। লুটিয়েন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। এই প্রকল্পের ফলে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংসেরও অভিযোগ আনা হয়েছিল। দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও দাবি ছিল তাঁদের। তবে সে সব দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
সরকার আদালতকে আশ্বস্ত করেছিল তাদের অনুমতি না পাওয়া পর্যন্ত সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করবে না তারা। আদালতও জানিয়েছিল, বিষয়টি দেখার জন্য যে প্যানেল গঠন করা হয়েছে, নির্মাণকাজ শুরুর আগে যেন তাদের অনুমতি নেওয়া হয়। এই সপ্তাহের শুরুতেই সংসদ ভবনের নির্মাণকাজে সম্মতি দিয়েছে ১৪ সদস্যের সেই প্যানেল।
৬৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের উপর গড়ে তোলা হবে নতুন সংসদ ভবনটি। এটি তৈরি করতে খরচ হচ্ছে ৯৭০ কোটি টাকা।