Maharashtra Assembly Election 2024

দলের নির্দেশ অমান্য করে ‘গোঁজ’ প্রার্থী! মহারাষ্ট্রে প্রাক্তন মন্ত্রী-সহ ২২ জনকে সাসপেন্ড করল কংগ্রেস

‘দলবিরোধী কাজের জন্য’ সোমবার বিক্ষুব্ধ ২২ জন নেতাকে সাসপেন্ড করল কংগ্রেস। সাসপেন্ড হওয়া এই নেতাদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। ছ’বছরের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:৪২
Share:

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রার্থী করেনি দল। দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেছেন মহারাষ্ট্রের ২২ জন কংগ্রেস নেতা। ‘দলবিরোধী কাজের জন্য’ সোমবার বিক্ষুব্ধ এই নেতাদের সাসপেন্ড করল কংগ্রেস। সাসপেন্ড হওয়া এই নেতাদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। ছ’বছরের জন্য ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

এই ২২ জনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র মুলক। তিনি রামটেক আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কতোল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা যাজ্ঞবল্ক জিচকর। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, বিরোধী জোট ‘মহা বিকাশ আঘাড়ি’ মনোনীত প্রার্থীদের জয়ের পথে কাঁটা বিছোতেই ‘গোঁজ’ প্রার্থী হয়েছেন ওই ২২ জন।

আগামী ২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রের ২৮৮টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হবে। লড়াই মূলত কংগ্রেস, শিবসেনা (ইউবিটি), এনসিপি (এসপি)-র মহা বিকাশ আঘাড়ি জোটের সঙ্গে বিজেপি, শিবসেনা, এনসিপির মহাযুতি জোটের। আগামী ২৩ নভেম্বর ফলপ্রকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement