Adani Bribery Case

রাহুলকে ‘বিশ্বাসঘাতক, দেশদ্রোহী’ বলায় দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব

নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের সঙ্গে হাত মিলিয়ে সংসদে গন্ডগোল পাকানোর অভিযোগ তোলেন। সম্বিত পাত্রের অভিযোগ, বিরোধী দলনেতা ‘দেশদ্রোহী’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮
Share:

(বাঁ দিক থেকে) নিশিকান্ত দুবে, রাহুল গান্ধী, সম্বিত পাত্র। —ফাইল ছবি।

আদানি ঘুষকাণ্ড নিয়ে সরব হওয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘বিশ্বাসঘাতক’ এবং ‘দেশদ্রোহী’ বলেছিলেন বিজেপির দুই সাংসদ। এ বার তাঁদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। শুক্রবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপির নিশিকান্ত দুবে এবং সম্বিত পাত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন স্পিকারের কাছে।

Advertisement

বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের সঙ্গে হাত মিলিয়ে সংসদে গন্ডগোল পাকানোর মতো দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তোলেন। অন্য দিকে, বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করে ওড়িশার পুরীর সাংসদ সম্বিত পাত্র রাহুলকে ‘সেরা বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। এ নিয়ে লোকসভায় অশান্তি হয়েছিল বৃহস্পতিবার।

শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল আদানি ঘুষকাণ্ড নিয়ে তদন্তের দাবি তোলায় লোকসভা, রাজ্যসভা দুই-ই অচল ছিল। তবে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে কংগ্রেস আদানি-কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে নোটিস দিলেও সংসদ অচল করেনি। তার বদলে রোজই সংসদের বাইরে বিক্ষোভ করেছে কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র কয়েকটি শরিক দল। কিন্তু আদানির বিরুদ্ধে সেই প্রতিবাদেও ‘দেশদ্রোহের ছোঁয়া’ দেখছে বিজেপি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement