Land Corruption Charges against BJP

ত্রিপুরায় জমি-দুর্নীতি নিয়ে সরব সুদীপ

সাংবাদিক বৈঠকে সুদীপ বলেন, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সিপাহীজলার জেলাশাসক রাজ্য সরকারকে চিঠি দিয়ে জমি কেলেঙ্কারির কথা জানিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৯:০৯
Share:
কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্মণ।

কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্মণ।

সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগ উঠল ত্রিপুরায়। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্মণ অভিযোগ করেন, জমি মাফিয়াদের সঙ্গে মিলে সরকারি আধিকারিকরা জমি কেলেঙ্কারি করছেন। এ নিয়ে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, ত্রিপুরার বিজেপি সরকার নির্লজ্জ, কালিমালিপ্ত ও আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত।

Advertisement

পরে সাংবাদিক বৈঠকে সুদীপ বলেন, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সিপাহীজলার জেলাশাসক রাজ্য সরকারকে চিঠি দিয়ে জমি কেলেঙ্কারির কথা জানিয়েছিলেন। ওই চিঠিতে ১৪০০ বিঘার চেয়ে বেশি জমি নিয়ে দুর্নীতির বিষয়ে বিশদ তথ্য দিয়েছিলেন তিনি। পাশাপাশি জেলাশাসক বলেছিলেন, জমি মাফিয়াদের সঙ্গে রাজ্য সরকারের ভূমি রেকর্ড ও বন্দোবস্ত দফতরের দু’জন অফিসার জড়িত রয়েছেন। তাঁদের নামধাম পর্যন্ত ওই চিঠিতে ছিল। এমনকি চার্জশিট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবেন বলে জেলাশাসক জানিয়েছিলেন। জেলাশাসক আশঙ্কা প্রকাশ করেছিলেন, ওই দুই অফিসার জমি মাফিয়াদের মাধ্যমে বিষয়টি জানতে পারলে জমির রেকর্ডে কারচুপির চেষ্টা করতে পারে।

সুদীপ বলেন, এর ২২ দিনের মাথায় ওই জেলাশাসককে বদলি করে দেওয়া হয়। তাঁর দাবি, ওই দুই অফিসার হলেন রত্নজিৎ দেববর্মা ও তাপস চৌধুরী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সুদীপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement