Congress

ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, রাহুল গান্ধীকে তলব করল আদালত

ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১২
Share:
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

দেড় বছর আগে ভারত জোড়ো যাত্রার সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তলব করল লখনউয়ের একটি আদালত।

Advertisement

মার্চের শেষ সপ্তাহে লখনউয়ের এমপি-এমএলএ আদালতে রাহুলকে হাজির হতে হবে বলে নোটিসে জানানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজ়েশন’ (বিআরও)-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে কমিশন। আবেদনে বলা হয়েছিল, ২০২২ সালের ১৬ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রার সময় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন রাহুল।

ঘটনাচক্রে, ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার ‘বিজয় দিবস’। ১৯৭১ সালের ওই দিনেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে পরাস্ত পাক ফৌজ ভারতীয় সেনার নেতৃত্বাধীন সংযুক্ত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাহুলের পিতামহী ইন্দিরা গান্ধী। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে রাহুল ‘অগ্নিবীর’ প্রকল্পের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে ‘সেনার অবমাননা’র অভিযোগ তুলেছিল বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement