Mallikarjun Kharge

বাজনা বেশি, কাজ কম: কেন্দ্রকে তির খড়্গের

এক্স হ্যান্ডলে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প যতটুকু বাস্তবায়িত হয়েছে, ঢাক পেটানো হয়েছে তার চেয়ে অনেক বেশি।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৬:২৩
Share:
মল্লিকার্জুন খড়্গে।

মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।

বাজনা বাজছে বেশি, কাজের কাজ কিছুই হচ্ছে না— এই ভাষাতেই নরেন্দ্র মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর দাবি, ভারতকে শিল্পসামগ্রী উৎপাদনের ক্ষেত্র হিসেবে গড়ে তুলে গোটা দুনিয়ার সামনে তুলে ধরার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা বাস্তবায়িত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা।

Advertisement

এক্স হ্যান্ডলে কংগ্রেস সভাপতি আজ লিখেছেন, ‘মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প যতটুকু বাস্তবায়িত হয়েছে, ঢাক পেটানো হয়েছে তার চেয়ে অনেক বেশি।’ খড়্গের মতে, ২০১৪ সালের নির্বাচনী ইস্তাহারে বিজেপি দশটি প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, ভারতকে বিশ্বের শিল্প উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু একটি প্রতিশ্রুতিও পালন করা হয়নি। পাশাপাশি, শিল্প ক্ষেত্রে কাজের সুযোগ কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেই দাবি করেছেন তিনি।

মোদী জমানায় দেশের পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে খড়্গের মন্তব্য, “রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সঙ্কটের মধ্যে। তার সঙ্গে যোগ হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। শিল্প স্থাপনের চেষ্টায় ভারতীয় শিল্পপতিরা দেশের বাইরে চলে যাচ্ছেন। ভারতে আগ্রহ না দেখিয়ে বিদেশেই সংস্থা গড়ে তুলছেন তাঁরা। রফতানির অঙ্ক কমছে হু-হু করে।”

Advertisement

মোদী সরকারের উদ্দেশে খড়্গের প্রশ্ন, অনেক ঢাক পেটানোর পরে কেন্দ্রীয় সরকার কি ১.৯৭ লক্ষ কোটি টাকার উৎপাদন ভিত্তিক ভর্তুকি দানের প্রথম পর্বের প্রকল্পটি বন্ধ করে দিয়েছে? কারণ, এর জন্য নির্দিষ্ট ১৪টি ক্ষেত্রের মধ্যে ১২টিতেই সাফল্য আসেনি। পাশাপাশি, ভারতের পণ্য রফতানি কী কারণে ৫০ বছরের মধ্যে সবচেয়ে নীচের সারিতে পৌঁছেছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সমাজমাধ্যমে খড়্গের দাবি, ‘মোদীজি হয়তো এখন বুঝতে পারছেন, প্রকৃত আত্মনির্ভর ভারত-এর অস্তিত্ব কংগ্রেস জমানাতেই ছিল।’


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement