ডেপুটি স্পিকারে ছেলের গুলিতে হত কংগ্রেস নেতা

ডেপুটি স্পিকারের ছেলের গুলিতে এক কংগ্রেস নেতার মৃত্যু হল। অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০০:৪৩
Share:

ডেপুটি স্পিকারের ছেলের গুলিতে এক কংগ্রেস নেতার মৃত্যু হল। অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার ঘটনা। পুলিশ জানায়, আলংয়ের বিজেপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার টুমকে বাগরার ছেলে কাজুম বাগরা ও কেসাপ নামে দুই যুবকের সঙ্গে গত কাল রাতে কেনজুম কামসি নামে আলংয়ের এক হোটেল মালিকের ঝগড়া হয়। প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক কেনজুম আও যুব সংগঠনের উপদেষ্টাও ছিলেন। রাগের মাথায় কাজুম কেনজুমকে মাথায় গুলি করলে ঘটনাস্থলেই কেনজুমের মৃত্যু হয়। ঘটনার সময় বাবার সরকারি গাড়িতেই এসেছিল কাজুম। খুনের পর থেকে উত্তপ্ত হয়ে আছে আলো। এ দিন হোটেলের সামনেই গর্ত করে কেনজুমের দেহ পুঁতে দেওয়ার চেষ্টাও হয়। এসপি মারি রিবা জানান, কাজুমকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement