সংখ্যালঘু স্বরের জন্য নতুন মঞ্চ, বাংলার ‘আওয়াজে’র কর্মসূচি ১ ডিসেম্বর

উদ্যোক্তারা অবশ্য জানাচ্ছেন, শুধু ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘুদের জন্য এই উদ্যোগ নয়। সংখ্যালঘু মত, কণ্ঠস্বরের পাশে দাঁড়ানোই ‘আওয়াজ’-এর লক্ষ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০২:৪৮
Share:

মোলালি যুব কেন্দ্রে আগামী ১ ডিসেম্বর কনভেনশন করে বাংলার ‘আওয়াজে’র কর্মসূচি ঠিক করা হবে।

দেশ জুড়ে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পরিবেশ বিপন্ন। প্রতিবাদ করতে গেলেই ‘দেশদ্রোহী’ তকমা জুটছে। এই অভিযোগকে সামনে রেখেই সংখ্যালঘু কণ্ঠস্বর তুলে ধরতে তৈরি হচ্ছে নতুন মঞ্চ ‘আওয়াজ’। সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট জনেদের পাশাপাশিই সেখানে এক মঞ্চে দেখা যাচ্ছে সিপিএম ও কংগ্রেস নেতাদের। উদ্যোক্তারা অবশ্য জানাচ্ছেন, শুধু ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘুদের জন্য এই উদ্যোগ নয়। সংখ্যালঘু মত, কণ্ঠস্বরের পাশে দাঁড়ানোই ‘আওয়াজ’-এর লক্ষ্য।

Advertisement

তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সংখ্যালঘুদের অধিকার আদায়ের লক্ষ্যে ‘আওয়াজ’ নামেই একটি বাম সংগঠন কাজ করছে। এ রাজ্যের নতুন মঞ্চের তরফে সিপিএম ও কংগ্রেসের দুই প্রাক্তন সাংসদ সাইদুল হক এবং সর্দার আমজাদ আলি জানিয়েছেন, ওই ‘আওয়াজে’র কাজকর্মে নজর রেখে পরে তাঁরা সমন্বয়ের কথা ভাববেন। মোলালি যুব কেন্দ্রে আগামী ১ ডিসেম্বর কনভেনশন করে বাংলার ‘আওয়াজে’র কর্মসূচি ঠিক হবে।

তবে বাবরি ধ্বংসের বর্ষপূর্তি বা সংখ্যালঘু অধিকার দিবসের মতো কিছু অনুষ্ঠান যে তাঁরা করবেন, শুক্রবারই তা জানিয়ে দিয়েছেন ফুয়াদ হালিম, প্রাক্তন বিচারপতি নিসার খান, শিল্পী ওয়াসিম কপূর প্রমুখ। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কথায়, ‘‘কেউ যদি পাড়ায় পাড়ায় কারও মাহাত্ম্য প্রচারে সভা করে এবং তার পাশে আমাদের সভায় অন্য বক্তব্যও জানাতে দেওয়া হয়, অসুবিধা নেই। কিন্তু এখন ভিন্নমত শুনলেই বলা হচ্ছে, পাকিস্তানে যান! এই মঞ্চ সব ধরনের সংখ্যালঘু মতের অধিকারের জন্য কাজ করবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement