Rahul Gandhi

রাহুলের যাত্রা ঝুলেই মণিপুরে

এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল দু’দিন ধরে ইম্ফলে থাকার পরে আজ গুয়াহাটি এসে জানান, যাত্রার অনুমতি দেওয়ার মালিক রাজ্য নয়, কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ০৭:১৩
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

বার বার মণিপুর সরকারের কাছে দরবার করেও রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য অনুমতি এখনও পর্যন্ত আদায় করতে পারেনি জাতীয় কংগ্রেস। ১৪ জানুয়ারি থেকে যাত্রা শুরু। প্রথম দিনেই মণিপুর থেকে নাগাল্যান্ড পৌঁছনোর কথা যাত্রার।

Advertisement

এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল দু’দিন ধরে ইম্ফলে থাকার পরে আজ গুয়াহাটি এসে জানান, যাত্রার অনুমতি দেওয়ার মালিক রাজ্য নয়, কেন্দ্র। কেন্দ্র অনুমতি দেওয়ার পরেও রাজ্য সরকার অনুমতি দিতে চাইছে না। যাত্রার অসম পর্বের প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বেণুগোপাল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, কংগ্রেসের সফর নিয়ে বিবেচনা চলছে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পরেই সিদ্ধান্ত হবে।

এ দিকে, ভারত সরকার মণিপুরের কুকি ও জোমিদের জনজাতি মর্যাদা পুনর্বিবেচনা (রিভিউ) করার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সম্পাদক মহেশ্বর থৌনাওজাম যাযাবদ চিন-কুকিদের দেশের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। কেন্দ্র জানিয়েছে, এসটি তালিকায় অন্তর্ভুক্তি রাজ্যর সুপারিশক্রমে হয়। তাই কুকিদের তালিকায় রাখা-না রাখার বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্যের মতামত চেয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement