দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। —ফাইল চিত্র।
দিল্লি, হিমাচল-সহ উত্তর ভারতের জলযন্ত্রণা
দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। গত দু'দিনে সেখানে দুর্যোগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির প্রচুর জায়গায় জল জমে যায়। জলের কারণে বন্ধ করে দেওয়া হয় দিল্লির সবচেয়ে বড় শ্মশান। এই অবস্থায় আজ, শনিবার সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
মোদীর আরব আমিরশাহি সফর
ফ্রান্স ও আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিন ফ্রান্স সফর কাটিয়ে আজ আরব আমিশাহিতে যাচ্ছেন মোদী। সেখানে তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে দুই দেশের। আজ এই সংক্রান্ত নানা খবরের দিকে নজর থাকবে।
কুন্তলের জামিনের আবেদনের শুনানি ব্যাঙ্কশাল আদালতে
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদন করেন কুন্তল। আজ সেখানে এই মামলাটির শুনানি রয়েছে। নজর থাকবে এই আদালতের নির্দেশের দিকে।
উইম্বলডন মহিলাদের ফাইনাল
উইম্বলডনের আজ মহিলাদের ফাইনাল ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এই খেলাটি শুরু হওয়ার কথা। লড়াই জাবের বনাম ভন্দ্রোসোভার। কে হলেন চ্যাম্পিয়ন? নজর থাকবে সে দিকে।
মণিপুরের অবস্থা
প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু'শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। এই অবস্থায় মণিপুরের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। গত সোমবার সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।