উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য দিকে, রবিবার রাতে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে শিমলা-সহ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে।
পারদ পতন হয়েছে দিল্লিতেও। আগামী মঙ্গলবার পর্যন্ত সেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, শৈত্যপ্রবাহ প্রথম কামড় দেবে মরুরাজ্য রাজস্থানে। তার পর পঞ্জাব এবং হরিয়ানাতেও তার প্রভাব দেখা যাবে। শৈত্যপ্রবাহের জেরে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।
রবিবার সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। গত কয়েক দিন ধরেই উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভূমধ্যসাগর থেকে আসা শীতল ভারী বাতাস পশ্চিমি ঝঞ্ঝা তৈরি করলে শীত আরও জাঁকিয়ে বসবে বলে মনে করা হচ্ছে।
অন্য দিকে, পশ্চিমি ঝঞ্ঝার পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গে শীতকে আরও কিছুটা পিছিয়ে দিয়েছে। আগামী দু’দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার পর থেকে আবার পারদপতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে।