তামিলনাড়ুতে দুই পড়ুয়ার মধ্যে মারামারি স্কুলের ভিতরে। —প্রতীকী ছবি।
পেনসিল নিয়ে ঝগড়া হয়েছিল দু’মাস আগে। পুরনো ঘটনার জেরে সহপাঠীকে স্কুলের মধ্যেই কোপানোর অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। তামিলনাড়ুর তিরুনেলভেলির ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল স্কুলে আসে অষ্টম শ্রেণির দুই পড়ুয়া। মাস দুয়েক আগে পেনসিল নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল। মঙ্গলবার সেই বিষয়টি নিয়ে আবার দু’জনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, তখন আচমকাই ব্যাগ থেকে একটি ভোজালি বার করে সহপাঠীকে কোপানো শুরু করে এক জন। এই ঘটনায় স্কুলপড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এক পড়ুয়ার অন্য পড়ুয়াকে কোপানোর এই দৃশ্য দেখে শিক্ষকেরা ছুটে আসেন। এক শিক্ষক বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর হাতেও আঘাত লাগে। জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার মাথায়, কাঁধে এবং হাতে আঘাত লেগেছে। আহত পড়ুয়া এবং শিক্ষককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সহপাঠীকে কোপানোর পর ভোজালি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে ২০০ মিটার দূরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত পড়ুয়া। তাকে আটক করেছে পুলিশ।