Girl Cuts off Tongue

নিজের জিভ কেটে শিবের পুজো! ছাত্রীকে উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা গ্রামবাসীদের

কিশোরীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁরা স্পষ্ট কিছু বলতে চাননি বলে দাবি এক তদন্তকারী আধিকারিকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:

নিজের জিভ কাটল কিশোরী। প্রতীকী ছবি।

শিবপুজোর সময় নিজের জিভ কেটে ফেলল একাদশ শ্রেণির এক ছাত্রী। তার পর মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে ধ্যানে বসে সে। এমনই একটি ঘটনা হুলস্থুল পড়ে যায় ছত্তীসগঢ়ের শক্তি জেলায়। যদিও গ্রামবাসীদের সামনেই এ কাজ করেছে ওই ছাত্রী। তাকে কেউই বাধা দেননি। বরং পুলিশের কাছে খবর গেলে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের জেরেই এই ঘটনা। দেবারঘাটার আচারিপল্লি গ্রামে মঙ্গলবার একটি শিব মন্দিরে পুজো চলছিল। সেখানে এক ছাত্রী আসে। ওই গ্রামেই থাকে। মন্দিরে তখন অনেক পুণ্যার্থীই ছিলেন। আচমকাই ছুরি বার করে সকলের সামনে নিজের জিভ কেটে ফেলে সে। তার পর সেই কাটা জিভ শিবকে উৎসর্গ করে।

মন্দির চত্বরে রক্তারক্তি কাণ্ড দেখে পুণ্যার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের কাছে খবর পৌঁছতেই তারা গ্রামে আসে। কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাদের বাধা দেন বলে অভিযোগ। কিশোরীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁরা স্পষ্ট কিছু বলতে চাননি বলে দাবি এক তদন্তকারী আধিকারিকের। কিন্তু কেন কিশোরী নিজের জিভ কাটল, কোন বিশ্বাসে এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement