সুপ্রিম কোর্ট চত্বরে খুলল ক্যাফে, যা চালাবেন বিশেষ ভাবে সক্ষম মানুষজন। ছবি: এক্স।
বিশেষ ভাবে সক্ষমদের সমাজে প্রতিষ্ঠিত করতে নতুন পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট চত্বরেই খুলল ক্যাফে, যা চালাবেন বিশেষ ভাবে সক্ষমেরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই ক্যাফে উদ্বোধন করলেন।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসের সামনেই খুলেছে এই ক্যাফে। নাম ‘মিট্টি ক্যাফে’। ক্যাফে চালাবেন দৃষ্টিহীন, সেরিব্রাল পলসিতে আক্রান্তেরা। উদ্বোধনের সময় ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও অংশ নিয়েছেন বিশেষ ভাবে সক্ষমেরা। জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে মূকদের সঙ্কেতের মাধ্যমে। উদ্বোধনের পর প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই ক্যাফেতে আসার জন্য সকলের কাছে অনুরোধ করেছেন। প্রসঙ্গত, তিনি দু’জন বিশেষ ভাবে সক্ষম মেয়েকে দত্তক নিয়েছেন।
এই ‘মিট্টি ক্যাফে’-র পরিচালনায় রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে কাজ করে। তাঁদের জীবনে প্রতিষ্ঠিত করে। ২০১৭ সাল থেকে এই কাজ শুরু করেছে সংগঠনটি। সারা দেশে মোট ৩৫টি ক্যাফে খুলেছে এই সংগঠন, যেগুলি চালান বিশেষ ভাবে সক্ষম মানুষজন। বেঙ্গালুরু বিমানবন্দরের ভিতরেও রয়েছে এই ‘মিট্টি ক্যাফে’।