Amit Shah

উন্নাও-কাণ্ডে শাহকে চিঠি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের আরও আর্জি, আক্রান্ত পরিবারের সুরক্ষার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসার বন্দোবস্ত ও আর্থিক সহায়তা দেওয়া হোক সরকারের তরফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ০৭:৫৩
Share:
Amit shah.

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের উন্নাওয়ে সম্প্রতি ধর্ষণের মামলা তুলে নিতে অস্বীকার করায় ধর্ষিতার ঘরে আগুন লাগানো, শিশুকন্যাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল নারী নিগ্রহ-বিরোধী নাগরিক কমিটি। উত্তরপ্রদেশ সরকার যাতে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে, তা দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক কল্পনা দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের আরও আর্জি, আক্রান্ত পরিবারের সুরক্ষার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসার বন্দোবস্ত ও আর্থিক সহায়তা দেওয়া হোক সরকারের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন