প্রতীকী ছবি।
ডোকলাম নিয়ে ভারত-চিন টানাপড়েনের মধ্যে ফের চিনা অনুপ্রবেশ উত্তরাখণ্ডের বারহতিতে! অজিত ডোভালের চিন দৌত্যের দু’দিন আগেই এই ঘটনা ঘটেছিল বলে সোমবার টাইমস নাও-এর এক রিপোর্টে প্রকাশিত হয়েছে।
ওই খবর অনুযায়ী, গত ২৫ জুলাই সকাল ৯টা নাগাদ এই চিনা অনুপ্রবেশ ঘটে। সীমান্তের এক কিলোমিটার ভিতরে প্রবেশ করে চিনাবাহিনী। সেনা সূত্রে খবর, গত বছর জুলাইয়েও উত্তরাখণ্ডের বারহোতিতে ভারতের ভিতরে ২০০ মিটার ঢুকে পড়েছিল দু’জন চিনা সেনা। তখন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছিলেন, ওই এলাকায় সীমানা নির্দিষ্ট করা হয়নি। এটা অনুপ্রবেশ নয়। চিনা সেনা না বুঝে ভুল করে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আলাদা করে কোনও বিবৃতি দেয়নি।
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র