ভারতীয়দের সঙ্গে চিনে দুর্ব্যবহার

নর্থ আমেরিকান পঞ্জাবি অ্যাসোসিয়েশন এগ্‌জিকিউটিভ ডিরেক্টর সতনাম সিংহ চহল গত ৬ অগস্ট চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়ানে প্রথমে দিল্লি থেকে সাংহাই পুডং বিমানবন্দের নামেন। সেখান থেকে ওই সংস্থার উড়ানেই তাঁর সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৪:০৬
Share:

ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল চিনা বিমানসংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে অভিযোগ অস্বীকার করেছে বেজিং।

Advertisement

নর্থ আমেরিকান পঞ্জাবি অ্যাসোসিয়েশন এগ্‌জিকিউটিভ ডিরেক্টর সতনাম সিংহ চহল গত ৬ অগস্ট চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়ানে প্রথমে দিল্লি থেকে সাংহাই পুডং বিমানবন্দের নামেন। সেখান থেকে ওই সংস্থার উড়ানেই তাঁর সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: কাশ্মীরে কাবু জঙ্গিরা, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement

সুষমাকে চিঠিতে চহল অভিযোগ করেছেন, বিমানবন্দরের যে গেট দিয়ে হুইলচেয়ারে বসা যাত্রীদের বের করা হয়, সেখানে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফরা ভারতীয় যাত্রীদের অপমান করেন। চহল এর প্রতিবাদ করেন। তাই উড়ান সংস্থার এক কর্তা তাঁর উপরে চড়াও হন বলেও চহলের অভিযোগ। গন্তব্যে যেতে ভারতীয়রা যাতে চিনের পথ ব্যবহার না করেন, সেই ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রককে নির্দেশিকা জারি করার পরামর্শও দিয়েছেন চহল। এর পরেই চিনের কাছে অভিযোগ জানিয়েছে দিল্লি।

যদিও অভিযোগ অস্বীকার করে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানিয়েছে, বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভারতের অভিযোগ ভিত্তিহীন। একই দাবি চিনের সরকারি সংবাদ সংস্থারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement