Leopard attack

চিতাবাঘের আক্রমণে প্রাণ গেল ছয় বছরের শিশুকন্যার, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুমালা এলাকার। চিতাবাঘের আক্রমণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

হায়দরাবাদ শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১২:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চিতাবাঘের আক্রমণে ছয় বছরের এক শিশুকন্যার মৃত্যু হল অন্ধ্রপ্রদেশে। শনিবার ওই শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তিরুপতি জেলার তিরুমালা এলাকার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নরসিমহা স্বামী মন্দিরের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। তার পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার সকালে লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের কাছ থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিতাবাঘের আক্রমণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও তিরুমালায় চিতাবাঘের হামলায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরে চিতাবাঘের আক্রমণে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। আবার ওই এলাকায় চিতাবাঘের হামলায় শিশুমৃত্যুর ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা বৃদ্ধির আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement