National News

সন্তানের দেখাশোনায় একাকী পুরুষদের ছুটি দু’বছর, নির্দেশ কেন্দ্রের

চাইল্ড কেয়ার লিভ (সিসিএল)-এর আওতায় গোটা চাকুরি জীবনে সর্বমোট ৭৩০ দিনের ছুটি নিতে পারেন সিঙ্গল পেরেন্টরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৭:০৪
Share:

সন্তানের দেখাশোনায় একাকী পুরুষেরাও ছুটির সুবিধা পাবেন।

সন্তানের দেখাশোনায় এ বার পুরুষেরাও ছুটি নিতে পারবেন। এক-দু’মাসের নয়, গোটা ৭৩০ দিন অর্থাৎ দু’বছরের ছুটি পাবেন তাঁরা। একমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে সিঙ্গল পেরেন্টরাই এই সুবিধা পাবেন। তবে এই সুবিধা ভোগ করতে হলে দ্বিতীয় বছরে মূল বেতনের ২০ শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) থেকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে, চাইল্ড কেয়ার লিভ (সিসিএল)-এর আওতায় গোটা চাকুরি জীবনে সর্বমোট ৭৩০ দিনের ছুটি নিতে পারেন সিঙ্গল পেরেন্টরা। দু’টি সন্তানের ক্ষেত্রেই এই সুবিধা নেওয়া যাবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিঙ্গল পেরেন্ট-এর সংজ্ঞাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। যে সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকুরে পিতা অবিবাহিত, বা বিবাহ বিচ্ছিন্ন অথবা যাঁদের স্ত্রী মারা গিয়েছেন, তাঁদেরকেই সিঙ্গল পেরেন্ট-এর তকমা দেওয়া হয়েছে।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: না জেনেই অন্তঃসত্ত্বাকে রক্তদান, আত্মহত্যার চেষ্টা এইচআইভি পজিটিভ কিশোরের

গত বছরের মার্চে সংগঠিত ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ২৬ সপ্তাহের করেছে কেন্দ্র। সিসিএল ছাড়াও মহিলারা সবেতন ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেই সঙ্গে পুরুষেরা ১৫ দিনের ছুটি নিতে পারবেন।

আরও পড়ুন: ভোটের আগে মনমোহনকে নিয়ে ছবি, ফুঁসছে কংগ্রেস, প্রদর্শন বন্ধের হুমকি

চলতি মাসের গোড়ায় ডিওপিটি জানিয়েছে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (লিভ) রুলস, ১৯৭২-এর ৪৩ (সি) ধারার সংশোধনী অনুযায়ী, যে সমস্ত মহিলারা সিঙ্গল পেরেন্ট তাঁরা এক বছরে তিনের পরিবর্তে ছ’টি ভাগে সিসিএল নিতে পারবেন।

(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement