Chennai Hospital Fire Incident

মধ্যরাতে চেন্নাইয়ের হাসপাতালে আগুন, লিফ্‌টে দমবন্ধ হয়ে মৃত্যু শিশু-সহ অন্তত ছ’জনের

উদ্ধারকাজ যখন শেষের পথে তখন হাসপাতালের লিফ্‌টের ভিতর থেকে বেশ কয়েক জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৮
Share:

অগ্নিকাণ্ডের পর চেন্নাইয়ের হাসপাতালে আগুন নেভানোর চেষ্টা দমকলের। বৃহস্পতিবার মধ্যরাতে। ছবি: সংগৃহীত।

চেন্নাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ছয় শিশু-সহ অন্তত ছ’জনের। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাইয়ের ত্রিচি রোড এলাকায় ওই হাসপাতাল থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। দমকলকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পৌঁছয় উদ্ধারকারী দলও। রোগীদের উদ্ধার করে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। উদ্ধারকাজ যখন শেষের পথে তখন হাসপাতালের লিফ্‌টের ভিতর থেকে বেশ কয়েক জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক জন এখনও চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়েই ছ’জনের মৃত্যু হয়েছে।

সিসি ক্যামেরায় দেখা গিয়েছে হাসপাতালের ভিতর থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বেরিয়ে আসছে। প্রাথমিক ভাবে পুলিশ এবং দমকল মনে করছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, নভেম্বর মাসেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে আগুন লেগে ১১ সদ্যোজাতের মৃত্যু হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement