Murder

রাতে বাড়িতে ঢুকে যুবককে খুন, তাঁর দেহের পাশেই স্ত্রীকে ধর্ষণ, চার দিন পর ধৃত অভিযুক্ত

গভীর রাতে অচেনা যুবককে দেখে থতমত খেয়ে যান সুখলাল। তার পরই সন্দেহ হয় তাঁর স্ত্রী পরকীয়া করছেন। স্ত্রীর প্রেমিক ভেবে কার্তিকের সঙ্গে বচসা জুড়ে দেন সুখলাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৭:৫৮
Share:

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

এক যুবককে খুনের পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ছত্তীসগঢ়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অম্বিকাপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কার্তিক। সোমবার রাতে অম্বিকাপুরের সুখলালের বাড়িতে ঢুকে ছিলেন কার্তিক। তখন সুখলাল এবং তাঁর স্ত্রী ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়েই ঘুম ভেঙে যায় সুখলালের। ঘরের আলো জ্বালতেই দেখতে পান এক যুবক তাঁদের ঘরে ঢুকে দাঁড়িয়ে রয়েছেন।

গভীর রাতে অচেনা যুবককে দেখে থতমত খেয়ে যান সুখলাল। তার পরই সন্দেহ হয় তাঁর স্ত্রী পরকীয়া করছেন। স্ত্রীর প্রেমিক ভেবে কার্তিকের সঙ্গে বচসা জুড়ে দেন সুখলাল। এই ঝামেলার আওয়াজে শুনে ঘুম ভেঙে যায় সুখলালের স্ত্রীর। তিনি তখন দেখেন দু’জনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। সুখলালের স্ত্রী থামাতে যেতেই কার্তিক লাঠি দিয়ে জোরে আঘাত করেন সুখলালের মাথায়। মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন সুখলাল।

Advertisement

এই ঘটনায় আতঙ্কে সিঁটিয়ে যান সুখলালের স্ত্রী। তিনি চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে গেলেই তাঁকেও খুনের হুমকি দেন কার্তিক। মাটিতে পড়ে সুখলালের মৃত্যু হয়েছিল। অভিযোগ, তার পর সুখলালের স্ত্রীকে তাঁর দেহের পাশেই ধর্ষণ করেন কার্তিক। তার পর সেই বাড়ি ছেড়ে চম্পট দেন। কার্তিক বাড়ি ছেড়ে পালাতেই প্রতিবেশীদের কাছে সাহায্যের জন্য ছুটে যান সুখলালের স্ত্রী। প্রতিবেশীরা সুখলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সুখলালের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কার্তিকের খোঁজ শুরু করে পুলিশ। সেই ঘটনার চার দিন পর শুক্রবার কার্তিককে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement