Student Shot Dead in Bihar

দশমের পরীক্ষায় টোকাটুকি নিয়ে খণ্ডযুদ্ধ! পড়ুয়াদের সংঘর্ষে চলল গুলিও, মৃত এক ছাত্র, আহত দুই

দশম শ্রেণির পরীক্ষায় টোকাটুকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে একদল ছাত্র। তার জেরেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় এক ছাত্রের। বাকি দু’জন নারায়ণ হাসপাতালে ভর্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫
Share:

মৃত ছাত্রের দেহ নিয়ে পথ অবরোধ করেন নিহত ছাত্রের আত্মীয় এবং স্থানীয়েরা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

দশম শ্রেণির পরীক্ষায় টোকাটুকি নিয়ে একদল পড়ুয়ার মধ্যে সংঘর্ষ। অভিযোগ, সেই সংঘর্ষের জেরে চালানো হয়েছে গুলিও। তা লেগে প্রাণ হারিয়েছে দশম শ্রেণির এক পরীক্ষার্থী। আহত হয়েছে আরও দু’জন। বিহারের সাসারামের ঘটনা। দেহ নিয়ে পথ অবরোধ করেন নিহত ছাত্রের আত্মীয় এবং স্থানীয়েরা। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত উঠেছে অবরোধ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার। অভিযোগ, পরীক্ষার সময় একদল পরীক্ষার্থীর টোকাটুকি করা নিয়ে ঝামেলা শুরু হয় পরীক্ষার হলে। বৃহস্পতিবারও ওই একই কারণে ঝগড়া হয় ওই পরীক্ষার্থীদের মধ্যে। তার জেরেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় এক ছাত্রের। বাকি দু’জন নারায়ণ হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক জনের পায়ে গুলি লেগেছে, অন্য জনের পিঠে। দু’জন যে হাসপাতালে ভর্তি, তার বাইরে রয়েছে কড়া প্রহরা। সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ে কড়াকড়ি রয়েছে। এলাকায় উত্তেজনা এখনও স্তিমিত হয়নি। সে কারণে গোটা এলাকাতেই রয়েছে পুলিশ প্রহরা।

এ দিকে স্থানীয়েরা মৃত ছাত্রের দেহ নিয়ে বিহারের সাসারামে জাতীয় সড়ক অবরোধ করেছেন। তাঁদের দাবি, ‘বিচার চাই’। শান্তিপূর্ণ এই অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। গুলি চালানোর ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement