অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু
রাজ্যের অর্থমন্ত্রী কোটিপতি। তাঁর দাঁতের চিকিৎসা বাবদ সরকারের প্রায় তিন লক্ষ টাকা মঞ্জুর করে বিতর্কে অন্ধ্রপ্রদেশ সরকার।
অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে ‘রুট ক্যানাল’ করিয়ে আসেন। ২ লক্ষ ৮৮ হাজার টাকার বিল জমা দেন তিনি। ২৩ অগস্ট চন্দ্রবাবু নায়ডুর সরকার সেই টাকা মেটানোর নির্দেশ দেয়। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী হলফনামা অনুযায়ী ন’কোটি টাকার সম্পত্তির মালিক রামকৃষ্ণুডুর চিকিৎসার ওই টাকা মেটানো হচ্ছে এনটিআর বৈদ্যসেবা স্বাস্থ্য প্রকল্প থেকে। যা তৈরিই হয়েছিল গরিবদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে। রামকৃষ্ণুডু নিজেই বাজেট বক্তৃতায় জানিয়েছিলেন, চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি ছুঁতে পারে ২৪ হাজার কোটি টাকা। সেখানে এই বিপুল বরাদ্দ অযৌক্তিক। শাসক দল টিডিপি-র যুক্তি, বিতর্ক অনর্থক। দাঁতের চিকিৎসা চলছিল অর্থমন্ত্রীর। তা চলাকালীন সিঙ্গাপুরে যান। যন্ত্রণা হওয়ায় সিঙ্গাপুরের হাসপাতালেই চিকিৎসা করাতে বাধ্য হন তিনি।