Chandrayaan-3

পৃথিবীতে আবার প্রবেশ করল চন্দ্রযান-৩-এর রকেটের অংশ, কোথায় পড়ল?

ওই অংশ পৃথিবীতে প্রবেশের সময় ভারতের উপর দিয়ে কোনও ভাবেই যাবে না বলেই জানিয়েছে ইসরো। উৎক্ষেপণের ১২৪ দিন পর পৃথিবীতে ফিরছে চন্দ্রযানের লঞ্চের ওই অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৯:৫০
Share:

চন্দ্রযান-৩ — ফাইল চিত্র।

চন্দ্রযান-৩-এর ‘লঞ্চ ভেহিকল’-এর একটি অংশ আবার ফিরে এল পৃথিবীতে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবার রাত ২টো ৪২ মিনিটে এলভিএম৩ এম৪ লঞ্চ ভেহিকলের ক্রায়োজেনিক উপরের স্তরটি আবার পৃথিবীতে প্রবেশ করেছে। ইসরো মনে করছে, প্রশান্ত মহাসাগরের কোথাও পড়ছে এই অংশটি।

Advertisement

ইসরোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বুধবার রাত ২টো ৪২ মিনিটে। এলভিএম৩ এম৪ লঞ্চ ভেহিকলের ক্রায়োজেনিক উপরের স্তরটি অনিয়ন্ত্রিত ভাবে পৃথিবীতে ঢুকে এসেছে। উত্তর প্রশান্ত মহাসাগরে কোথাও পড়তে চলেছে অংশটি।’’ ওই অংশ পৃথিবীতে প্রবেশের সময় ভারতের উপর দিয়ে কোনও ভাবেই যাবে না বলেই জানিয়েছে ইসরো। উৎক্ষেপণের ১২৪ দিন পর পৃথিবীতে ফিরছে চন্দ্রযানের লঞ্চের ওই অংশ। চন্দ্রযানের লঞ্চারের উপরিস্তরে যে যন্ত্রপাতি ছিল, তা পৃথিবীর নিম্ন অক্ষে (লো আর্থ অরবিট)-এ ২৫ বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

মহাকাশে উৎক্ষেপণের পর প্রায় উপগ্রহের অংশ পৃথিবীতে ফিরে আসে। এই নিয়ে কিছু নির্দেশিকাও রয়েছে আন্তর্জাতিক মহাকাশ বিভাগের। নির্দেশিকা অনুসারে, লো আর্থ অরবিটে থাকা উপগ্রহ কাজ শেষ করার পর ২৫ বছরের মধ্যে নিষ্ক্রিয় হতে হবে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩-এর ক্ষেত্রেও এর অন্যথা হচ্ছে না। বিস্ফোরণের ঝুঁকি কমানোর জন্যও যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

গত ২৩ অগস্ট চাঁদের উত্তর মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। এর আগে চাঁদের বুকে সফল ভাবে উপগ্রহ পাঠাতে পেরেছে তিনটি দেশ। ভারত চতুর্থ। চাঁদের বিষয়ে ইসরোকে নতুন তথ্য পাঠিয়েছে রোভার বিক্রম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement