মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর সঙ্গে লড়াইয়ে আঞ্চলিক দলগুলির জোটের নেতা বাছাই নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানালেন তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নায়ডু। কিন্তু এই পদে কি মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্যতম প্রার্থী নন? আজ দিল্লিতে এই প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ ভাবে তিনি শুধু বলেছেন, ‘‘মমতা খুবই বড় মাপের নেত্রী।’’
তবে তেলুগু দেশম সূত্র অবশ্য বলছে, এ বারের সফরে ফেডারাল ফ্রন্ট গড়ার লক্ষ্য নিয়ে রাজধানীতে আসেননি চন্দ্রবাবু নায়ডু। তাঁর প্রধান উদ্দেশ্য, অন্ধ্রপ্রদেশের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার ছবিটা রাজধানীতে তুলে ধরা। বিষয়টি নিয়ে আজ দীর্ঘ সাংবাদিক সম্মেলনও করেছেন তিনি। চেষ্টা করেছেন বিরোধী জোট নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার। কিন্তু তারই ফাঁকে একটি প্রশ্নের উত্তরে মমতার প্রশস্তি করেছেন নায়ডু।
গত কাল বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন চন্দ্রবাবু। প্রত্যেককেই জানিয়েছিলেন তাঁর এনডিএ ছাড়ার কারণ। আজ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন নির্বাচনী বক্তৃতার অংশ চালিয়ে তিনি দেখাতে চেয়েছেন, প্রতিশ্রুতিই সার। মোদী সরকারের পক্ষ থেকে কোনও সাহায্যই তাঁর রাজ্য পাচ্ছে না। আসন্ন নির্বাচনে রাজ্যের এই বঞ্চনার বিষয়টি সামনে রেখেই যে তিনি মোদীর বিরুদ্ধে লড়বেন— এ কথা আজ একাধিক বার জানান চন্দ্রবাবু। তাঁর কথায়, ‘‘একে তো টাকা দিচ্ছে না কেন্দ্র, তার ওপর আমার গায়ে কাদা ছোড়া হচ্ছে। আমিও ৪০ বছর ধরে রাজনীতি করছি। সেই ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে বিজেপি।’’
আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন নায়ডু। সংসদে সরকারের বিরুদ্ধে তাঁর দলের পক্ষ থেকে আনা অনাস্থা প্রস্তাব যাতে আম আদমি পার্টি সমর্থন করে, সে জন্য আর্জি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। চন্দ্রবাবুর কথায়, ‘‘দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংসদের দুই কক্ষেই তাঁর দল আমাদের সমর্থন করবে।’’