Rafale

রাফাল রায়ে সিএজি নিয়ে ‘ভুল তথ্য’ শুধরে নিন, সু্প্রিম কোর্টকে অনুরোধ কেন্দ্রের

সব মিলিয়ে রাফাল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘিরে তৈরি হল অভূতপূর্ব জটিলতা। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাফাল চুক্তিতে যুদ্ধবিমান কেনা নিয়ে কোনও অস্বচ্ছতা নেই।  সেই ক্লিন চিট পাওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:১০
Share:

শুক্রবার রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ‘তথ্যগত ভুল’ আছে। সেই ভুল ঠিক করে দিতে শনিবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাল কেন্দ্র।

Advertisement

শীর্ষ আদালতের কাছে এই আবেদনে কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়েছে, রাফাল চুক্তির পুরো পদ্ধতি সঠিক ভাবে বুঝতে পারেনি শীর্ষ আদালত। কীভাবে যুদ্ধবিমানের দাম ঠিক করা হয়েছে, তার একটি সামগ্রিক ধারণা লিখে মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়েছিল আদালতে। অথচ রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বুঝে নেয়, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর মাধ্যমেই রাফাল যুদ্ধবিমানের দামযাচাই করা হয়েছিল। এই বোঝার ‘ভুল’ ঠিক করে বিষয়টির ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে আবেদন করেছে কেন্দ্র।

সব মিলিয়ে রাফাল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘিরে তৈরি হল অভূতপূর্ব জটিলতা। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাফাল চুক্তিতে যুদ্ধবিমান কেনা নিয়ে কোনও অস্বচ্ছতা নেই। সেই ক্লিন চিট পাওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

আরও পড়ুন: রাফাল নিয়ে আদালতকে মিথ্যা তথ্য দিয়েছে সরকার, অভিযোগ বিরোধীদের

কিন্তু সুপ্রিম কোর্টের রায়ও দমিয়ে রাখতে পারেনি রাহুলকে। শুক্র এবং শনি, দুই দিনই এক নাগাড়ে রাফাল চুক্তির অস্বচ্ছতা নিয়ে বক্তব্য রেখে যাচ্ছিলেন তিনি। তাঁর দাবি ছিল, নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় কেনাকাটার হিসাব দেশের সিএজি-কে দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। বিরোধী দলনেতার নেতৃত্বে থাকা পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র(পিএসি) হাতে সেই রিপোর্টের একটি কপি এসে পৌঁছয়। যাতে কোন খাতে কত খরচ করছে সরকার, তার হিসাব থাকে বিরোধীদের কাছেও। রাহুলের অভিযোগ, রাফালের ক্ষেত্রে সেই নিয়ম মানেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে তা মানা হয়েছে বলে দাবি করেছে তারা। যে কারণে বিভ্রান্ত হয়ে দাম নিয়ে সন্দেহ থাকার কারণ নেই বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: ভোটে চুপ, রাফালের রায় আসতেই তেড়েফুঁড়ে উঠলেন অমিত

রাহুলের দাবিতে সমর্থন জানান পিএসি-র চেয়ারম্যান ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘‘সিএজি-র প্রত্যেকটি রিপোর্টে আমি সই করি। রাফাল সংক্রান্ত কোনও রিপোর্টই হাতে পাইনি আমি। সইও করিনি। বিষয়টি খতিয়ে দেখা তো দূর। সুপ্রিম কোর্টকে মিথ্যা বুঝিয়েছে কেন্দ্র। দিয়ে থাকলে কোথায় গেল সেই রিপোর্ট? কেউ কি তা চোখে দেখেছে?’’

রাহুল এবং কংগ্রেস শিবিরের এই আক্রমণের মুখে খেই হারিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। আদালতের কাছে জানানো হল ‘রায় বদলানো’র বিরল বেনজির অনুরোধ। একই সঙ্গে ফের রাফাল নিয়ে লড়াইতে ফিরে এলেন কংগ্রেস সভাপতি। দ্বিতীয় রাউন্ডের শেষে তাই ফের ‘অ্যাডভান্টেজ রাহুল’।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement