সিমি জঙ্গি।- ফাইল চিত্র।
নিষিদ্ধ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি) -র সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে জানতে সবক’টি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৬৭ সালের ইউএপি আইন অনুযায়ী ২০১৪-র পয়লা ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষণা করা হয় সিমিকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (আইএস-১) এস সি এল দাসের লেখা ওই চিঠিতে রাজ্যগুলির কাছে জানতে চাওয়া হয়েছে, হালে সিমির এমন কোনও সদস্যের খোঁজ মিলেছে কি না, যারা দেশবিরোধী কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়েছে কি না, হলে সেই এফআইআরগুলির খুঁটিনাটিও জানাতে বলা হয়েছে।
আর সেই সব মামলায় চার্জশিট দেওয়া হলে তাতে কী কী উল্লেখ করা হয়েছে, তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই চিঠি
আরও পড়ুন- বিরিয়ানি বাঁচাতেই কি বুকে গুলি, প্রশ্নের মুখে শিবরাজ
আরও পড়ুন- নিপটা দো সব! সিমিকাণ্ডে নতুন অডিওয় ‘সাজানো’ তত্ত্ব জোরাল
২০১৪ সালের ফেব্রুয়ারিতে সিমিকে নিষিদ্ধ ঘোষণা করার পর সেই ঘোষণা কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখতে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল ওই ঘোষণাকে ‘যুক্তিযুক্ত’ বলে জানায়। ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের ৩১ জানুয়ারি।