National News

ইন্টারনেট থেকে অবিলম্বে সরাতে হবে ‘ব্লু হোয়েল’, সরকারি ফরমান

পাঁচ সংস্থাকে এক চিঠিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই গেম খেলতে গিয়ে চ্যালেঞ্জ নিচ্ছে কমবয়সীরা। এমনকী, তাদের অনেকে আত্মহত্যাও করছে বলে শোনা যাচ্ছে। তাই নির্দেশ, ‘অবিলম্বে ‘ব্লু হোয়েল’ বা এ ধরনের বিপজ্জনক গেমসের লিঙ্ক সরিয়ে ফেলতে হবে।’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১৬:০৭
Share:

এই গেমসের শেষ ধাপে গিয়ে প্রতিযোগীর কাছে নি‌র্দেশ আসে আত্মহত্যার। ছবি: সংগৃহীত।

আর নয়! এ বার ‘ব্লু হোয়েল’-এর মতো বিপজ্জনক অনলাইন গেমস-এর লিঙ্ক সরানোর নির্দেশ দিল কেন্দ্র। গুগ্‌ল, ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ, ইনস্টাগ্রাম, মাইক্রোসফ্‌ট এবং ইয়াহু থেকে অবিলম্বে এই লিঙ্ক সরাতে হবে।

Advertisement

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, অনলাইন গেমসের নেশায় মেতে বিশ্ব জুড়েই একাধিক দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা ঘটছে। ভারত তার ব্যতিক্রম নয়। সম্প্রতি মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এ ধরনের একাধিক ঘটনার খবর শোনা গিয়েছে। তাতে যে ‘ব্লু হোয়েল’ই জড়িত তেমন অভিযোগও উঠেছে। ওই পাঁচ সংস্থাকে এক চিঠিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই গেম খেলতে গিয়ে চ্যালেঞ্জ নিচ্ছে কমবয়সীরা। এমনকী, তাদের অনেকে আত্মহত্যাও করছে বলে শোনা যাচ্ছে। তাই নির্দেশ, ‘অবিলম্বে ‘ব্লু হোয়েল’ বা এ ধরনের বিপজ্জনক গেমসের লিঙ্ক সরিয়ে ফেলতে হবে।’

আরও পড়ুন

Advertisement

তিন পুরুষ ধরে বিমান ওড়াচ্ছেন ভাসিন পরিবার

মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নির্দেশের পরই ওই পাঁচ সংস্থাকে ‘ব্লু হোয়েল’ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বছর চারেক আগে রাশিয়ায় ‘ব্লু হোয়েল’ গেমস শুরু হয়। শুরু থেকেই কিশোর-কিশোরীদের মধ্যে তা জনপ্রিয় হয়ে ওঠে। অনলাইনে গিয়ে এই খেলায় অংশগ্রহণের জন্য প্রথমে অনুমতি চাইতে হয়। এর পর সেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনকারীর বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পঞ্চাশ দিনের মধ্যে ব্লু হোয়েল-এর বিভিন্ন লেভেল পেরতে হয়।

আরও পড়ুন

‘নীল তিমি’র হাতছানি থেকে উদ্ধার ২ কিশোর

স্বাধীনতার ট্রেনে ভগবান নেই, লাস্ট স্টপ ইন্ডিয়া

প্রথম দিকের লেভেলগুলি সহজ থাকলেও খেলা যত এগোতে থাকে ততই তা বিপজ্জনক হতে থাকে। আত্মনির্যাতন করা ছাড়াও একের পর এক টাস্ক পেরতে হয় প্রতিযোগীকে। শেষ ধাপে গিয়ে নি‌র্দেশ আসে আত্মহত্যার। প্রতিটি লেভেলের টাস্ক না শেষ করলে প্রতিযোগীর পরিবারের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। আগে থেকেই বিভিন্ন তথ্যাদি হাতে থাকায় প্রতিযোগীও তা পালন করতে বাধ্য হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement