Delhi Assembly Election

প্রচারে নজরে বাঙালিরা

উত্তরাখণ্ডের নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে, ঝাড়খণ্ডের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৬:৩২
Share:

— প্রতীকী চিত্র।

বছর ঘুরলেই দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটে রাজধানীর বাঙালিদের সমর্থন পেতে রাজ্যের সাংসদদের বাঙালি অধ্যুষিত এলাকাতে প্রচারে নামানোর পরিকল্পনা নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকায় প্রচারের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-কে।

Advertisement

উত্তরাখণ্ডের নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে, ঝাড়খণ্ডের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ বারে সৌমিত্র-সহ কয়েক জন বাঙালি সাংসদকে দিল্লিতে প্রচারের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। চিত্তরঞ্জন পার্ক ছাড়াও গোবিন্দপুরী, মুনিরকা, করোল বাগের মতো এলাকা যেখানে বাঙালিরা থাকেন, সেখানে প্রচারে যাবেন বাংলার বিজেপি সাংসদেরা।

সাধারণত, চিত্তরঞ্জন পার্কের বাসিন্দাদের বড় অংশ বিজেপিকে ভোট দেন। গোবিন্দপুরী, মুনিরকার মতো ঘিঞ্জি এলাকার ভোট পায় আম আদমি পার্টি। এ যাত্রায় দিল্লিতে জিততে মরিয়া পদ্ম শিবির। তাই বাঙালিদের ভোট পেতে বঙ্গ সাংসদদের মাঠে নামানোর পরিকল্পনা। সৌমিত্র বলেন, ‘‘বাঙালি অধ্যুষিত এলাকায় যাতে বাঙালি প্রার্থী দেওয়া হয়, সে জন্যও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানাব। দিল্লি বিধানসভায় বাঙালি প্রতিনিধিত্ব থাকা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement