Chief Justice Retirement

বিচারপতিদের অবসরের বয়স বাড়ছে না: কেন্দ্র

মোদী সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাউকে রাজ্যসভার সাংসদ মনোনীত করছে, কাউকে বিভিন্ন সংস্থার শীর্ষপদে বসাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৯
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অবসরের পরে কিছু দিন বাদ গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কোনও পদে নিয়োগ করা বা ‘কুলিং অব পিরিয়ড’-এর কথা সংবিধানে নেই বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়ে দিলেন। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোরও কোনও প্রস্তাব নেই।

Advertisement

রাজ্যসভায় আজ আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা প্রশ্ন তুলেছিলেন, প্রয়াত অরুণ জেটলি বলেছিলেন, অবসরের পরে নতুন পদের আকাঙ্ক্ষা বিচারপতিদের অবসরের আগের রায়কে প্রভাবিত করে। মোদী সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাউকে রাজ্যসভার সাংসদ মনোনীত করছে, কাউকে বিভিন্ন সংস্থার শীর্ষপদে বসাচ্ছে। কেন অবসরের পরে সময়ের ব্যবধান রাখা হচ্ছে না, কেন অবসরের বয়স বা পেনশন বাড়ানো হচ্ছে না!

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য চড্ডা এই সব প্রশ্ন তুলছেন। এই ‘কুলিং অফ পিরিয়ড’-এর কথা
সংবিধানে কোথাও নেই। সরকারের বিভিন্ন সংস্থা, ট্রাইব্যুনালের ফাঁকা পদে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতেই হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement