National news

ইদের পরেই কাশ্মীরে সেনা অভিযান, ডোভালের কথায় ইঙ্গিত

অনেকেরই মনে হয়েছিল, এর পর হয়ত জম্মু-কাশ্মীরে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর পথেই হাঁটবে কেন্দ্র ।  কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন অজিত ডোভাল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৭:২৮
Share:

অজিত ডোভাল। ফাইল চিত্র।

কাশ্মীরে সংঘর্ষবিরতি শুধুমাত্র রমজান মাসের জন্য। তার মেয়াদ বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফলে ইদের পরেই ভূস্বর্গে নতুন করে জঙ্গিবিরোধী অভিযানের সম্ভাবনা প্রবল হয়ে উঠল।

Advertisement

যদিও সাম্প্রতিক কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের গলায় সরকারের নরম মনোভাবের কথা শোনা গিয়েছিল । পাথর হামলায় জড়িত শ’য়ে শ’য়ে কাশ্মীরি তরুণের বিরুদ্ধে যে মামলা জমে রয়েছে, তা প্রত্যাহারের কথাও তিনি জানিয়েছিলেন। অনেকেরই মনে হয়েছিল, এর পর হয়ত জম্মু-কাশ্মীরে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর পথেই হাঁটবে কেন্দ্র । কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন অজিত ডোভাল। তিনি বলেন, ‘‘উপত্যকার সাধারণ মানুষ যাতে শান্তিতে রমজান পালন করতে পারেন, সেই সুযোগ আমরা দিতে চেয়েছিলাম। রমজানে আমরা সেনা অভিযান বন্ধ রেখেছিলাম। সাধারণ মানুষ খুশি, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে।’’

ডোভালের কথায় যে ইঙ্গিত ছিল, তা স্পষ্ট করে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দাকর্তা। তাঁর বক্তব্য, রমজান মাসে সংঘর্ষবিরতির কথা বলা হয়েছিল। রামজানের পর স্বাভাবিক ভাবেই সময়সীমা শেষ হয়ে যাবে। তাই এ নিয়ে আগ বাড়িয়ে কোনও কথা বলা হবে না।

Advertisement

আরও পড়ুন: ৩০১৩ সালের টিকিট! ১৩ হাজার জরিমানা রেলের

আরও পড়ুন: দীপিকার পর ফের নাক-কান কাটার হুমকি করণী সেনার, কাকে জানেন?

কিন্তু কেন এই পরিস্থিতি? সেনাসূত্রের খবর, সেনা অভিযান বন্ধ রাখার ফল ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। রমজান মাসেও ভূস্বর্গ তপ্ত। সন্ত্রাসবাদী কার্যকলাপ বেশি বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশেরও বেশি । গত ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ২৫টি হামলা হয়েছিল । কিন্তু সেনা অভিযান বন্ধ হওয়ার পর ১৭মে থেকে ১৩জুন পর্যন্ত হামলার সংখ্যা বেড়ে হয়েছে ৬৬। এর উপর পুঞ্চের এক সেনাকর্মীকে এ দিন অপহরণ করা হয়েছে। জানা গিয়েছে, জঙ্গিবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত ওই সেনাকর্মী সম্প্রতি ছুটি নিয়ে পুঞ্চে নিজের বাড়িতে ফিরেছিলেন। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়। সেনাবাহিনীর একাংশের ধারণা, অভিযান বন্ধ থাকায় ফের শক্তি বাড়াচ্ছে জঙ্গিরা। নতুন করে অভিযান শুরু না হলে ভূস্বর্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement