ছবি: সংগৃহীত।
আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমের জামিন পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল সিবিআই। শুক্রবার তাঁর জামিন খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।
এ দিন শীর্ষ আদালতের কাছে আবেদনে সিবিআইয়ের দাবি, আইএনএক্স মিডিয়া মামলার সাক্ষীদের প্রভাবিত করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাই তাঁর জামিন পর্যালোচনা করা হোক।
গত মঙ্গলবার ওই মামলায় চিদম্বরমের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। সে সময়ও আদালতের কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি জানিয়েছিল, এই মামলায় দু’জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন চিদম্বরম। তবে সে বক্তব্য খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছিল, এ বিষয়ে কোনও যুক্তিপূর্ণ তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি সিবিআই। জামিন পেলেও আদালতের অনুমতি ছাড়া চিদম্বরম দেশের বাইরে যেতে পারবেন না বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: গেরুয়া শিবিরকে ভরসা দিচ্ছেন ‘কিংমেকার’ গোপাল কান্ডা, কটাক্ষ কংগ্রেসের
আরও পড়ুন: মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া চায় শীর্ষ আদালত
আইএনএক্স মামলায় মাস দুয়েক ধরেই জেলবন্দি পি চিদম্বরম। তবে মঙ্গলবার জামিন পেলেও এখন ইডি হেফাজতে তিহাড় জেলেই রয়েছেন তিনি। চলতি মাসের গোড়ায় তাঁকে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে গ্রেফতার করেছিল ইডি।