কয়েক কোটি টাকার গুটখা কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর, পুলিশের ডিরেক্টর জেনারেল টি কে রাজেন্দ্রনের বাড়িতে আজ হানা দিল সিবিআই। বেঙ্গালুরু, পুদুচেরি ও মুম্বইয়ের বিভিন্ন জায়গা-সহ মোট ৪০টি জায়গায় আজ তল্লাশি চালায় সিবিআই। হানা দেওয়া হয় চেন্নাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার এস জর্জের বাড়িতেও।
ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বিষয়টিকে তামিলনাড়ুর পক্ষে লজ্জার বলেই ব্যাখ্যা করেছেন। ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও ডিজি-র বহিষ্কারেরও দাবি জানান তিনি। তামিলনাড়ুতে গুটখা, পানমশলার মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ। ২০১৭-য়
তামিলনাড়ুর বেশ কিছু পানমশলা ও গুটখা তৈরির কারখানায় তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশিতে স্বাস্থ্যমন্ত্রী বিজয়ভাস্করের নাম লেখা একটি ডায়েরি পান তদন্তকারীরা। বেশ কিছু গুটখা প্রস্তুতকারকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করেন ডিএমকে বিধায়ক জে আনবাঝাগান। এপ্রিলে তদন্তভার সিবিআইকে মাদ্রাজ হাইকোর্ট।