National News

আম আদমির মতোই চুরি হয়ে গেল কেজরীর গাড়ি

সেই আম আদমি গাড়ি চুরি হয়েছে দিল্লি সরকারের প্রশাসনিক সদর দফতরের সামনে থেকেই। আম আদমির গাড়ির মতোই!

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ২১:১৭
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সেই চুরি যাওয়া গাড়ি।- ফাইল চিত্র।

রাজকোষে নয়, চুরি হয়ে গিয়েছে আম আদমির দেওয়া গাড়ি। নীল রংয়ের মারুতি ওয়াগন আর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের।

Advertisement

সেই আম আদমি গাড়ি চুরি হয়েছে দিল্লি সরকারের প্রশাসনিক সদর দফতরের সামনে থেকেই। আম আদমির গাড়ির মতোই!

কেজরীবালের দিন-রাতের বাহন গাড়িটি রাখা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সামনে। সেখান থেকেই গাড়িটি চুরি হয়েছে। আম আদমি পার্টি (আপ)-এর বিদেশে থাকা এক সমর্থক গাড়িটি উপহার দিয়েছিলেন কেজরীবালকে। ওই গাড়ি নিয়ে বার বার বহু দূরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সরকারি কর্মসূচিতে, দলীয় প্রচারে, এমনকী বিক্ষোভ, সমাবেশেও। পথে কেজরীর সর্বক্ষণের সঙ্গী ওই গাড়িটির নামই হয়ে গিয়েছিল ‘আপ মোবাইল’।

Advertisement

আরও পড়ুন- যুদ্ধ অনিবার্য, পুড়তে হবে আমেরিকাকে, প্রবল হুঙ্কার উত্তর কোরিয়ার​

আরও পড়ুন- ডেঙ্গি নিয়ে ভুল তথ্য দেবেন না, ল্যাবগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর​

২০১৪-য় দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থানে ওই গাড়িতেই ক্যাম্প বানিয়েছিলেন কেজরী। গাড়িতেই খাওয়া, গাড়িতেই শোওয়া। রাতের ঘুম।

ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেই গাড়িটিকে ব্যবহার করতেন কেজরীবাল। ব্যবহার করত আপ। এই গাড়ি নিয়েই তাঁর প্রথম নির্বাচনী প্রচারে যত্রতত্র ঘুরতেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই গাড়িতেই চড়বেন বলে জানিয়ে দেন কেজরীবাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement