দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি: সংগৃহীত।
পথের বলি চার! মুম্বই-আমদাবাদ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা বাসে। গাড়ির চার সওয়ারির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার দাহনুতে। জানা গিয়েছে, গাড়িটি গুজরাত থেকে মুম্বই আসছিল।
মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্রের দাহনুতে মুম্বই-আমদাবাদ হাইওয়ের উপর দুর্ঘটনা। জানা গিয়েছে, মুম্বইগামী একটি গাড়িতে চার জন সওয়ারি ছিলেন। গুজরাতের কোনও জায়গা থেকে মুম্বই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে একটি বাসে। সেই বাসও যাত্রিবোঝাই ছিল। ধাক্কার অভিঘাতে দুর্ঘটনাস্থলেই গাড়ির চার সওয়ারির মৃত্যু হয়। মনে করা হচ্ছে, রাতের পথে কোনও কারণে স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। কুয়াশার কারণেই কি গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক না কি গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খুঁজে দেখছে পুলিশ।
পালঘর পুলিশ জানিয়েছে, গাড়িটি তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে বাসে। অত গতিতে বাসে ধাক্কা মারার কারণে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে বাসের সব আরোহীই সুরক্ষিত আছেন। এই হাইওয়ে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এ বছর জানুয়ারির গোড়ায় এই হাইওয়ের উপরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১ বছর বয়সি একটি শিশু-সহ তিন জনের।