ছবি: সংগৃহীত
দিল্লির আর্কিটেক্ট সংস্থার কর্মী বিপ্লব অরোরা অফিস থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার জন্য অনলাইনে ওলা ক্যাব বুক করেন। বুক করার পরই যথা সময়ে ক্যাব এসে হাজির। স্টেশনে পৌঁছনোর পর তিনি দেখেন রাইডের বিল তাঁর অনলাইন অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের চেয়ে বেশি। পকেটে ছিল ৫০০ টাকার কয়েকটি নোট। কী করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। এটিএমগুলিতেও টাকা নেই! এ দিকে রাইডের এক্সট্রা বিল তো দিতেই হবে! ৫০০ টাকার নোট নিয়ে গেলেও কেউ দিতে চাইবে না সেটা ভালভাবেই জানতেন বিপ্লববাবু। বিশেষ করে এমন একটা সময় যখন ৫০০ ও ১০০০ টাকার নোটই বাতিল করেছে সরকার।
উপায় বের করার ভাবনায় তিনি যখন অস্থির, চিন্তা দূর করলেন সেই ক্যাব চালকই। কী ভাবে? চালক তাঁকে বলেন, “স্যর বাকি পয়সাটা থাকুক না। দু-পয়সা কম পেলে কী এমন হবে! একটু কষ্ট হবে। কষ্ট তো সবাই করছে। সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের উন্নতিতে এটা আমার যোগদান হিসাবেই ভাবুন না। আপনি নিশ্চিন্তে ট্রেন ধরুন।”
চালকের এ রকম আচরণ দেখে স্তম্ভিত বিপ্লববাবু। আরও অবাক হয়েছেন তাঁর চিন্তাধারায়। একজন ক্যাবচালক দেশের উন্নতিতে নিজের আয়ের সঙ্গেও আপোস করতে দ্বিধা করলেন না।
বিপ্লববাবু তাঁর এই অভিজ্ঞতা ফেসবুকে পোস্ট করার পরই মুহূর্তেই ২৭ হাজার লাইক পড়ে। শেয়ার হয় ৪, ৪০০ বার।
আরও খবর...