মহেশতলায় বিপুল ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয়ে বাম। নিজস্ব চিত্র।
লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী ব্রিগেডকে ঘোর দুশ্চিন্তায় ফেলে দিল উপনির্বাচনের ফল। উত্তরপ্রদেশ কৈরানা লোকসভা আসন এবং নুরপুর বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। দুটি আসনই ছিল বিজেপির জেতা। এবং দুটিতেই তারা হেরেছে বা হারছে।
এ রাজ্যে একটাই উপনির্বাচন ছিল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস মার্জিন বাড়িয়ে আসন ধরে রাখতে পেরেছে।
গত সোমবার দেশের ১০ রাজ্যে ৪টি লোকসভা কেন্দ্রে এবং ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এ ছাড়া কর্নাটকে একটি আসনে, বাকি থাকা বিধানসভা ভোটও হয় ওই দিন। বৃহস্পতিবার হল ভোট গণনা। মহারাষ্ট্রে একটি লোকসভা আসন এবং উত্তরাখণ্ডের একটি বিধানসভা আসন ছাড়া বিজেপি কোথাও জিততে পারেনি।
আরও পড়ুন:
যোগীরাজ্যে জোর ধাক্কা, বিহার-পঞ্জাবেও হাল খারাপ, হাড্ডাহাড্ডি লড়াই মহারাষ্ট্রে
জামাই-কাঁটা উপড়ে মহেশতলায় জয়ী তৃণমূলের দুলাল
এক নজরে দেখে নিন বিভিন্ন আসনের ফলাফল:
• পশ্চিমবঙ্গের মহেশতলায় ৬২,৩২৪ ভোটে জিতল তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। তিনে সিপিএম।
• উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রে বিজেপি-কে হারিয়ে দিল আরএলডি। আসনটি বিজেপির ছিল। কংগ্রেস, এসপি, বিএসপি সমর্থিত আরএলডি প্রার্থী তবস্সুম হাসান জিতলেন ৫৫ হাজারের বেশি ভোটে।
• মহারাষ্ট্রের পালঘর লোকসভা আসনে ২৯,৫৭২ ভোটে জিতল বিজেপি। আসনটি বিজেপি-রই ছিল।
• কেরলের চেঙানুরে ২০,৯৫৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী।
• বিহারের জোকিহাটে ৪১, ২২৪ ভোটে জয়ী আরজেডি প্রার্থী শাহানওয়াজ। আসনটি ছিল বিজেপির জোটসঙ্গী জেডিইউ-এর।
• উত্তরপ্রদেশে নুরপুরে জিতল সমাজবাদী পার্টি। জয় এল ৬,২১১ ভোটে। এই আসন বিজেপির ছিল।
• পঞ্জাবের শাহকোটে জিতল কংগ্রেস। এটি ছিল বিজেপির জোটসঙ্গী শিরোমণি অকালি দলের।
• কর্নাটকের রাজ রাজেশ্বরী নগরে বাকি থাকা বিধানসভা নির্বাচনে জিতল কংগ্রেস। বিজেপির সঙ্গে ব্যবধান ৪১,১৬২।
• উত্তরাখণ্ডের থারালি বিধানসভা কেন্দ্রে ১৯০০ ভোটে জিতল বিজেপি। আসন জিজেপি-রই ছিল।
• মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী মিয়ানি ডি’ শিরা।
• ঝাড়খণ্ডের গোমিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী জেএমএম।
• মহারাষ্ট্রের পালুস-কাড়েগাঁও বিধানসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ পতঙ্গরাও।
• মহারাষ্ট্রের ভান্ডারা গোন্ডিয়া লোকসভা আসনে জিতল এনসিপি। আসনটি বিজেপির ছিল।
• নাগাল্যান্ডের একমাত্র লোকসভা আসনটির উপনির্বাচনে এগিয়ে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি।