কালো টাকা লুকোনোর মরিয়া চেষ্টা, নাকি অন্য কোনও কারণ? ৫০০ ও ১০০০ টাকা বাতিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশের বরেলি থেকে মিলল পোড়া টাকার নোটের গুচ্ছ। পুলিশ সূত্রে খবর, বরেলির সি বি গঞ্জের পার্সা খেদা রোডে ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোটের বস্তা পাওয়া গিয়েছে। স্থানীয় একটি কোম্পানির কর্মচারীরা বস্তায় ভরে ওই পোড়া নোট ফেলে গিয়েছে বলে জানা গিয়েছে। নোটগুলি প্রথমে কেটে কুচি কুচি করে তারপর পোড়ানো হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানান। সম্পূর্ণ ঘটনাটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের জানানো হয়েছে। বরেলির পুলিশ সুপার জগিন্দর সিংহ জানিয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা পোড়া নোটগুলি পরীক্ষা করে দেখছেন। কারা, কেন এ ভাবে নোট কেটে পুড়িয়ে ফেলল তা খতিয়ে দেখছে বেরিলি থানার পুলিশ। এর সঙ্গে কালো টাকার কোনও যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আট ঘাট বেঁধে কাজ, জানতেন না মন্ত্রীরাও