National News

সাধারণের জন্য দেশে স্যাটেলাইট ফোন আনল বিএসএনএল

এ বার স্যাটেলাইট ফোনের জগতে পা রাখল ভারত সঞ্চার নিগম লিমিটেড(বিএসএনএল)। বুধবার ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন(ইমারস্যাট)-এর হাত ধরে দেশে যাত্রা শুরু করল বিএসএনএল-এর স্যাটেলাইট ফোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১১:৩৮
Share:

এ বার স্যাটেলাইট ফোনের জগতে পা রাখল ভারত সঞ্চার নিগম লিমিটেড(বিএসএনএল)। বুধবার ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন(ইনমারস্যাট)-এর হাত ধরে দেশে যাত্রা শুরু করল বিএসএনএল-এর স্যাটেলাইট ফোন।

Advertisement

যে সমস্ত জায়গায় কোনও নেটওয়ার্ক নেই সেই সমস্ত জায়গাতেও কাজ করবে ইনমারস্যাটের এই নতুন ফোন। প্রাথমিক ভাবে এর জন্য ১৪টি উপগ্রহ বসাবে ইনমারস্যাট। টেলিকম মন্ত্রী মনোজ সিংহ জানান, এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা দফতর, রাজ্য পুলিশ, রেলওয়ে, সীমান্ত রক্ষা বাহিনী এবং আরও বেশ কিছু সরকারি দফতরের হাতে এই ফোন দেওয়া হবে।

বিএসএনএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব জানান, পরবর্তী ধাপে বিমানে বা জাহাজে যাতায়াত করার সময় সাধারণ মানুষের হাতেও এই ফোন তুলে দেওয়া হবে। ভয়েসের সঙ্গে সঙ্গে এমএমএস পরিষেবাও পাবেন গ্রাহক।

Advertisement

আরও পড়ুন: এত সস্তার ব্রডব্যান্ড প্ল্যান আনছে বিএসএনএল!

এই মুহূর্তে টাটা কমিউনিকেশন লিমিটেড(টিসিএল) এবং বিদেশ সঞ্চার নিগম লিমিটে(ভিএসএনএল) এই পরিষেবা দেয়।

ইনমারস্যাটের এদেশের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর গৌতম শর্মা জানিয়েছেন, প্রাথমিক ভাবে এই ফোনের জন্য ৩০-৩৫ টাকা প্রতি মিনিটে চার্জ ধার্য করা হবে। পাশাপাশি নতুন এই ফোন হবে আগের চেয়ে অনেক স্মার্ট। এতে অ্যান্টেনা, তার বা ভারী কোনও যন্ত্রাংশের প্রয়োজন হবে না। এই মুহূর্তে দেশে ১,৫৩২টি স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়। তার মধ্যে অধিকাংশই রয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement