দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ। —প্রতীকী চিত্র।
দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের এক জন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাঁদের। অপর জন ওই অভিযুক্তেরই পরিচিত।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন ওই তরুণী। বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু উল্টে তাঁকে দিল্লি চলে যেতে বলেন। বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। অভিযোগ, মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করেন। অভিযুক্তের সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। অভিযোগকারিণী ব্রিটেনের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাই কমিশনের তরফে ওই ব্রিটিশ তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।