ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল কোহিনূর, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

কোহিনূর হীরে নিয়ে আম ভারতীয়র মধ্যে যে বদ্ধমূল ধারণা ছিল এ বার তাতে ছেদ টানল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে তারা জানিয়েছে, চুরি নয়, মহারাজা রঞ্জিত্ সিংহ ব্রিটিশদের উপহার দিয়েছিলেন কোহিনূর হীরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ১৫:২২
Share:

কোহিনূর হীরে নিয়ে আম ভারতীয়র মধ্যে যে বদ্ধমূল ধারণা ছিল এ বার তাতে ছেদ টানল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে তারা জানিয়েছে, চুরি নয়, মহারাজা রঞ্জিত্ সিংহ ব্রিটিশদের উপহার দিয়েছিলেন কোহিনূর হীরে।

Advertisement

একটি জনস্বার্থ মামলা করা হয় কোহিনূর হীরে ভারতে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্টে সেই মামলার ভিত্তিতে কেন্দ্রের কাছে জবাব চেয়ে পাঠায়। সোমবার এই মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্র জানান, ব্রিটিশরা কোহিনূর চুরি করেনি, শিখ মহারাজা রঞ্জিত্ সিংহ এই মূল্যবান হীরে তাদের উপহার দেন।

Advertisement

আরও পড়ুন...

কোহিনূর কি ফিরবে? সরকারের মত জানাতে চাইল শীর্ষ আদালত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement