কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
ভারতের অর্থনীতির ভূয়সী প্রশংসা করল ব্রিটেন। জানাল, ইউরোপীয় ইউনিয়নের সবক’টি দেশের যত বিনিয়োগ রয়েছে, তার চেয়েও ব্রিটেনে ভারতের বিনিয়োগের পরিমাণ অনেক বেশি।
ভারত সফরে এসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ‘‘গত এক দশকে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য ভাবে এগিয়ে গিয়েছে। এতটাই যে, ইউরোপীয় ইউনিয়নের সবক’টি দেশের মোট বিনিয়োগের চেয়েও ব্রিটেনে ভারতের বিনিয়োগের পরিমাণ অনেক বেশি। আশা করি, আগামী দিনে এটা আরও বাড়বে।’’
দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও দেখা করেন ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘‘আমরা আন্তরিক ভাবেই চাই, ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও লেনদেন আরও বাড়ুক আগামী দিনে।’’
আরও পড়ুন- বঙ্গজয়ের ছক কষতে কাল থেকে মোদী, অমিতদের কলিঙ্গ বৈঠক