প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘভাতা ৩ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হল।
বুথবার দুপুর ১টায় এ নিয়ে বৈঠক ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই মন্ত্রিসভার বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে বেতন বাড়বে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর। উপকৃত হবেন ৬৫ লক্ষ পেনশন প্রাপকও।
প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর জানুয়ারিতে ওই বৈঠক না হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার বিষয়টি নিয়ে নিষ্পত্তি হয়নি। অবশেষে মার্চ মাসের শেষ সপ্তাহে এ নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।